জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
ব্রাহ্মণবাড়িয়া।
সিটিজেন চার্টার
০১।জেলায় অবস্তিত মহিলা বিষয়ক অধিদপ্তরের যাবতীয় পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচীর দায়িত্ব পালন।
২।ভিজিডি কর্মসূচী বাস্তবায়ন কার্যক্র পরিবেক্ষন এবং নিয়মিত পরিদর্শণসহ এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালন।
৩।জেলায় অধিনস্ত স্বেচ্ছাসেবি মহিলা প্রতিষ্ঠান নিবন্ধনকরণ নবায়ন অনুদান বিতরণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহ নিয়মিত অডিটের ব্যবস্থা করা পরিদর্র্শন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।
৪।মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম।
৫।দরিদ্র মা এর জন্য মাতৃত্বকালভাতা(ইউনিয়ন পর্যায়ে)।
৬।কর্মচজীবি ল্যাকটেটিং মাতার সহায়তা তহবিল(পৌরসভা পর্যায়ে)।
৭।বিভিন্ন প্রাশিক্ষণ(ব্লক বাটিক, খাদ্র দ্রব্য প্রক্রিয়াজাত করণ, মোমবাতি তৈরী, সেলাই ও এমব্রয়ডারী, বউটি ফিকেশনস) ইত্যাদি।
৮।নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস