Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

কি সেবা কিভাবে পাবেন

 

 

ক) আইনী সহায়তায় সংক্রান্ত তথ্যঃ

 

(১) অসহায় নির্যাতিত মহিলাদের বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান  (২) সালিশ/কাউন্সিলং এর মাধ্যমে পারিবারিক কলহ মিমাংসা করা, (৩)নির্যাতিতা , তালাকপ্রাপ্ত নারীদের ভরণ পোষণ ও দেন মোহর আদায়ের ব্যবস্থা করা (৪) যৌতুক প্রথাকে নিরুৎসাহিত করা (৫)বাল্যি বিবাহ নিরোধের পক্ষে কাজ করা।

 

(খ)দারিদ্র বিমোচন ও আর্থ কর্ম সংস্থানঃ

 

(১) দারিদ্র বিমোচন আর্থ কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা(২) ক্ষুদ্র ঋণ দান করা (3) কর্মজীবি মহিলাদের জন্য ল্যাকটিটিং মাদার ভাতা প্রদান করা।(৪) মাতৃত্ব ভাতা প্রদান করা।

 

(গ) সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতাঃ

 

(১) জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করা, (২) সভা/সেমিনার করা(৩)লিফলেট/পোষ্টার বিতরণ করা

(ঘ) শিশু দিবাযত্ন কেন্দ্রঃ কর্মজীবি মায়েদের কাজের সুবিধার্থে ৬ মাস থেকে ৬বছর পর্যন্ত বাচ্চাদের এই কেন্দ্রে বিনা খরচে রাখা হয়।